সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
রাজিবপুরে জীবিকা উন্নয়ন প্রকল্পের তহবিল হস্তান্তর
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৮:০৩ PM
দারিদ্র্য বিমোচন ও মানব উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠান সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে রাজিবপুর উপজেলায় শুরু হলো ‘জীবিকা উন্নয়ন প্রকল্প-২’র দ্বিতীয় পর্যায়। 

শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজিবপুর উপজেলার চর রাজিবপুর  মিনি স্টেডিয়াম মাঠে তহবিল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিজেডএম উত্তর-পূর্ব এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর রউফ এর সঞ্চালনায় ও রাজিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সায়েকুল হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট ( সিজেডএম) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, সিজেডএম এর উপদেষ্টা সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হুমায়ুন করির, সহকারী মহাব্যবস্থাপক এনামুল হক,

এছাড়াও বক্তব্য রাখেন রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, মোহনগঞ্জ টু-এর প্রকল্প কোঅর্ডিনেটর জনাব রফিকুল ইসলাম দিপু, রাজিবপুর প্রকল্পের ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন। 

ড. আইয়ুব মিয়া বলেন, সিজেডএম ২০০৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৭ লাখ মানুষের বিভিন্ন সেবা প্রদান করে আসছে। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে দরিদ্র জেলা কুড়িগ্রাম আর কুড়িগ্রামের মধ্যে সবচেয়ে বঞ্চিত উপজেলার নাম হচ্ছে রাজিবপুর তাই আমরা এই সুবিধা বঞ্চিত মানুষের কাছে মানবিক সেবা পৌঁছে দিতে এসেছি। 

এছাড়াও বক্তারা তাদের বক্তব্যে জীবিকা প্রকল্পের কার্যক্রমের প্রশংসা এবং সাফল্য দাতা সদস্যদের বিভিন্ন দিক তুলে ধরে প্রশংসা করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত