সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ২:৪৮ PM
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাইকে নিজ নিজ ক্ষেত্রে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

তিনি গতকাল (শনিবার) রাতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উপদেষ্টা বলেন, যারা শিক্ষার সাথে সম্পৃক্ত, তারা যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন তাহলে আমাদের শিক্ষার ব্যাপক উন্নয়ন ঘটবে। পাশাপাশি শিক্ষকরা আরো সৃজনশীলতার সাথে পাঠদান করলে শিশুরা পড়াশোনার প্রতি আগ্রহী হবে। উপদেষ্টা এসময় প্রাথমিক বিদ্যালয় সম্পৃক্ত চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা ও খুলনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন।  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত