সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
বাঁশখালীর ৭ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৪:০৭ PM
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৭ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

রবিবার (৯ নভেম্বর) সকালে বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরী ও সদস্য সচিব দিদারুল আলমের সই করা চিঠিতে ওইসব কমিটি ঘোষণা করা হয়।

গণমাধ্যমে পাঠানো ৩১ সদস্য বিশিষ্ট কমিটিগুলো হলো— 
কাথরিয়া ইউনিয়ন: আহ্বায়ক মো. তোহেল চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ আসিফ ও সদস্য সচিব মোহাম্মদ আমির। খানখানাবাদ ইউনিয়ন: আহ্বায়ক হামিদ হাসান, সদস্য সচিব জিরহাজুল আবেদীন সুজন। 

শীলকূপ ইউনিয়ন: আহ্বায়ক আনোয়ার হোসাইন, সদস্য সচিব দেলোয়ার হোসেন। শেখেরখীল ইউনিয়ন: আহ্বায়ক মোহাম্মদ নুরুল আবছার, সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম। বৈলছড়ি ইউনিয়ন: আহ্বায়ক মো. নুর হোছাইন সাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার নাজমুল আহসান, সদস্য সচিব রায়ান আহমদ খোরশেদ। 

ছনুয়া ইউনিয়ন: আহ্বায়ক মোহাম্মদ হোছাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোছাইন, সদস্য সচিব মোহাম্মদ কপিল উদ্দীন। পুঁইছড়ি ইউনিয়ন: আহ্বায়ক মোহাম্মদ শাহাব উদ্দীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল, সদস্য সচিব নাছির উদ্দীন সিকদার। 

বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরী বলেন, বাঁশখালীর ৭টি ইউনিয়নে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব যৌথভাবে স্বাক্ষরিত কমিটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে হবে। পর্যায়ক্রমে বাঁশখালী উপজেলার অন্যান্য ইউনিয়নের কমিটিগুলোও ঘোষণা করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত