রাউজানে পৌর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, রবিবার (৯ নভেম্বর) দুপুরে পৌরসভার আট নম্বার ওয়ার্ডের সাপলংগা এলাকার এহছান উল্লাহ (২৬) নামের এক যুবক বাড়ির কাছে থাকা একটি বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটছিলেন। বাঁশের ঝাড়ের সাথে ছিল বিদ্যুৎ তার। কাটা বাঁশটি বিদ্যুৎ তারের উপর পড়লে এহছান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। স্থানীয় সূত্রে জানা যায় নিহত যুবক তার বাবার সাথে একটি দোকানে ব্যবসা করতেন।