দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট মেরামতের ৩১দফা ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষে গণমিছিল করেছে দিনাজপুর -৫ আসনের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিষ্টার কামরুজ্জামানের নেতা-কর্মি ও সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা।
রোববার বিকেল ৫টায় পৌর এলাকার বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে এ মিছিলটি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে বাসস্টান্ডে এসে শেষ হয়।
মিছিলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মকলেছার রহমান নবাবের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আবু শহীদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লা জেলা প্রচার দলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, শ্রমিক দলের সাংগাঠনিক সম্পাদক আনোয়ার সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মিলন, যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল প্রমুখ।
এর পূর্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখা থেকে বিএনপি ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হন। এসময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে স্লোগানে স্লোগানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত বৃদ্ধিতে মিছিল করা হয়।
মিছিলটি ফুলবাড়ী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় বক্তারা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা এবং ধানের শীষের পক্ষে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিষ্টার একেএম কামরুজ্জামানের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও অবহেলিত দিনাজপুর-৫ আসনের উন্নয়নের স্বার্থে যোগ্য নেতা হিসেবে আসন্ন জাতীয় নির্বাচনে ব্যারিষ্টার একেএম কামরুজ্জামানকে মনোনয়ন দেয়া হবে বলে আশা প্রকাশ করেন ।