সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
গাজীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টে মৈরান একাদশের বিজয়
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১০:৫৩ AM
গাজীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের প্রাণবন্ত আয়োজনে উচ্ছাসিত স্থানীয় খেলা প্রেমীরা।

মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মুনমিক গার্ডেনে, রবিবার অনুষ্ঠিত হলো ‘মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’। “সুস্থ দেহ, সুন্দর মন—ক্রীড়ায় করে আনয়ন” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ টুর্নামেন্টের আয়োজন করেন গাজীপুর মহানগর আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সংশ্লীষ্টরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, গাছা থানা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন খান। বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন, গাছা থানা বিএনপি'র সহযোগী সংগঠন ছাত্রদলের সাবেক আহ্বায়ক এ্যাড. আবুল কালাম।

গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক সদস্য মোঃ দানিছুর রহমান দিদারের সভাপতিত্বে, এতে খেলার উদ্বোধন করেন, নগরীর ৩৫নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মৃধা।

এসময় উপস্থিত ছিলেন, মোঃ কামরুজ্জামান বিপ্লব, মোঃ ইউসুফ আলী সরকার, মোঃ আলমগীর হোসেন, ইফতেখার আহম্মেদ রিপন, মোঃ শরীফ সরকার, আব্দুল মান্নান মন্ডল, মোঃ ইমরান হোসেন, মোঃ আজিজুর রহমান সরকার, মোঃ হাফিজুর রহমান মোঃ জাহাঙ্গীর মামুন প্রমূখ।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, গাজীপুর মহানগরের আহ্বায়ক মোঃ বেলায়েত হোসেন  সালাম, সহযোগিতায় ছিলেন মোঃ আলম মিয়া, আসাদ মিয়া, মোঃ আফেন্দ্র, রিয়াজুল ইসলাম ও  মোঃ আবু সাঈদ মাল প্রমূখ।

বিকেল ৫টায় মুনমিক গার্ডেন মাঠে খেলা শুরু হয়। তরুণদের উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো মাঠ ও আশপাশের এলাকার পরিবেশ।

পুরস্কার বিতরণীর পূর্বে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, ক্রীড়া তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। একটি সুস্থ, প্রাণবন্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানের শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আগত অতিথিবৃন্দ। এতে সাইনবোর্ড একাদশকে ৪-১ গোলে হারিয়ে মৈরান একাদশের বিজয় নিশ্চিত হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত