নেত্রকোনায় বরেণ্য কথা সাহিত্যিক, বিশিষ্ট নাট্যকার ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় হিমু পাঠক আড্ডা এইসব অনুষ্ঠানের আয়োজন করে। শোভাযাত্রার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতুৃত্বে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীসহ অসংখ্য কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, হুমায়ূন আহমেদ ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জল নক্ষত্র। তিনি বাংলা সাহিত্যের পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাণ করে দেশের মানুষের হৃদয় মন জয় করেছেন। তার সাহিত্য কর্মে হিমু রূপা চরিত্র সৃষ্টি করে নতুন প্রজন্মকে ব্যাপক ভাবে আকৃষ্ট করেছিলেন। ফলে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মাঝে যুগযুগ করে মানবিকতা, কল্পনাশক্তি ও জীবনের সৌন্দর্য অনুধাবনের অনুপ্রেরণা জোগাবে।