বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
ঈশ্বরদীতে লকডাউন ঠেকাতে বিএনপির অবস্থান কর্মসূচি
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৫:৪৭ PM

পাবনার ঈশ্বরদীতে পতিত আওয়ামীলীগ সরকারের ডাকা লকডাউনে বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল পর্যন্ত তাদের এসব কর্মসূচি ছিল চোখে পড়ার মত।

বৃহস্পতিবার (১৩ নভেমম্বর) সকাল থেকে উপজেলার উত্তরবঙ্গ ও দক্ষিনবঙ্গ প্রবেশদ্বার খ্যাত দাশুড়িয়া ট্রাফিক মোড়, আলহাজ্ব মোড়, পাকশী গোলচত্ত্বর, ঈশ্বরদী রেলওয়ে বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, ঈশ্বরদী পৌর বিএপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থিত নেতা কর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী তাদের অবস্থান কর্মসূচী পালনের জন্য অবস্থান কর্মসূচী পালন করছেন। তাদের সাথে উপস্থিত থেকে উপজেলা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলে নেতাকর্মীদের নেতৃত্ব দিচ্ছেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেকন দলের সাবেক সদস্য সচীব মেহেদী হাসান। 

এছাড়া উপজেলার প্রধান প্রধান সড়ক ও মহাসড়ক গুলোতে যান চলাচল স্বাভাবিক থাকলেও অন্যান্য দিনের তুলনায় যানবাহনের উপস্থিতি ছিল তুলনামূলক ভাবে অনেক কম। তবে বিএনপির মাঠে শক্ত অবস্থানের কারনে উপজেলার কোথাও আওয়ামীলীগের কোন মিছিল, ঝটিকা মিছিল বা কোন ধরনের বিক্ষোভ করার সুযোগ পায়নি।

এর আগে গতকাল সন্ধ্যায় লকডাউন প্রতিরোধে ঈশ্বরদী থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে উপজেলা জুড়ে নিরাপত্তা বাড়ানোর লক্ষে মোটর সাইকেল শোডাউন দেয় ট্রাফিক পুলিশ। এবং ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল করেন ঈশ্বরদী পৌর বিএপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু সমর্থিত নেতাকর্মীরা।











  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত