নীলফামারীতে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশার নিজস্ব অর্থায়নে দরিদ্র সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের জন্য জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে নীলফামারীর দরিদ্র সুবিধা বঞ্চিত শীতার্তদের জন্য ৫শত টি কম্বল জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এর হাতে তুলে দেয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার নজরুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, শাখা ব্যবস্থাপক মোঃ নুরুজ্জামান ও মনিরুল ইসলাম, সার্পোট ইঞ্জিনিয়ার আবু লায়েজসহ আরো অনেকে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সমাজের সকল বিত্তবান বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ সকল এনজিও এগিয়ে আসলে নীলফামারীর দরিদ্র সুবিধা বঞ্চিত শীতার্তরা শীতের হাত থেকে রক্ষা পাবে। তাই সকলকে এগিয়ে আসার আহবান জানান।