চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তিনির্ভর জ্ঞানসমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের “শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প” নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে শুরু হওয়া Frontier Technology বিষয়ক TOT প্রশিক্ষণ কার্যক্রমের (প্রথম ব্যাচ) এর সমাপনী আজ। প্রশিক্ষণটি পরিচালনা করছে বাংলাদেশ কোরিয়া ইনস্টিটিউট অব আইসিটি (বিকেআইআইসিটি), বিসিসি।
গত ৯ নভেম্বর পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোঃ লোকমান হোসেন।
সম্প্রতি বিকেআইআইসিটি ও “শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প”-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের মোট ১২০০ জন কর্মকর্তা Frontier Technology বিষয়ে প্রশিক্ষণ পাবেন।
৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ব্লকচেইন, ড্রোন, থ্রিডি প্রিন্টিং, ন্যানোটেকনোলজি ও সাইবার নিরাপত্তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তীতে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ডিজিটাল ল্যাব পরিচালনা ও শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে ভূমিকা রাখবেন।
একজন প্রশিক্ষণার্থী বলেন, “এই প্রশিক্ষণ আমাদের ভাবনা বদলে দিয়েছে; এখন আমরা প্রযুক্তিকে উন্নয়নের হাতিয়ার হিসেবে দেখছি।”
এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষতায় সমৃদ্ধ করে নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।