খুলনা ডায়াবেটিস সমিতির উদ্যোগে শনিবার বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮ টায় নগরীর ৩২/১, স্যার ইকবাল রোডে সমিতি কার্যালয়ে ফেস্টুন, বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সকাল সাড়ে ৯ টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক। বিশেষ অতিথি ছিলেন ড্যাবের খুলনার সভাপতি ডাঃ রফিকুল হক বাবলু। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশ্ব ডায়াবেটিস দিবস পালন উৎযাপন কমিটির আহবায়ক ডাঃ মোঃ মোস্তফা কামাল, সঞ্চালনায় ছিলেন নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম পলাশ। পরে দিন ব্যাপী ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও ডাক্তারি পরামর্শ দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেনে খুলনা ডায়াবেটিস সমিতির আহবায়ক ও নগর বিএনপির আহবায়ক এড. এস এম শফিকুল আলম মনা। উল্লেখ্য গত শুক্রবার ১৪ নভেম্বর ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস।