শনিবার ১৫ নভেম্বর ২০২৫ ১ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ১৫ নভেম্বর ২০২৫
মৃত্যুদন্ড থেকে ফিরে নির্বাচন করতে পারব কখনও স্বপ্নেও ভাবিনি : লুৎফুজ্জামান বাবর
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ২:০৯ PM

নেত্রকোনা-৪, মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনে বিএনপি মনোনিত প্রার্থী ভাটি অঞ্চলের সিংহপুরুষ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের মৃত্যুদন্ড থেকে ফিরে নির্বাচন করতে পারব কখনও স্বপ্নেও ভাবিনি। এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমার দল, আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি। মনোনয়ন পাওয়ার পর আজকেই প্রথম আমি আমার নিজ নির্বাচনী এলাকায় এসেছি। এজন্য নেত্রকোনাবাসীর কাছেও শুকরিয়া আদায় করি। কারন নেত্রকোনার মানুষ আমার জন্য দোয়া করেছে। আমার নির্বাচনী এলাকা ভাটি বাংলার মানুষ আমার জন্য রোজা রেখেছে, দোয়া করেছে, নামাজ পড়েছে। তাদের এই ঋন আমি কখনোই ভুলতে পারব না। 

নেত্রকোনার মদন উপজেলা পাবলিক হল মাঠে শুক্রবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল গণসংবর্ধনা ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজামান বাবর আরো বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার বাস্তবায়ন করা হবে। 

উপজেলা বিএনপির সভাপতি সভাপতি মো. নুরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় গণসংবর্ধায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মো. আবদুল্লাহ আল মামুন খান রনি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. আব্দুল কাদিরসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।  








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত