শনিবার ১৫ নভেম্বর ২০২৫ ১ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ১৫ নভেম্বর ২০২৫
নেছারাবাদে খাল দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণে ভোগান্তিতে মানুষ
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ২:২০ PM

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ২নং সোহাগদল ইউনিয়নের ৪নং ওয়ার্ড বরছাকাঠি এলাকার মধ্যবর্তী প্রায় ৪১ কড়ি চওড়া ও আধা কিলোমিটার দীর্ঘ একটি খাল দখল ও ভরাটের কারণে স্থানীয় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। 

খালের মুখ বন্ধ করে কাঠের ঘর নির্মাণ করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ উঠেছে মো. জাহিদ প্যাদা (পিতা: মৃত বাদশা প্যাদা), মো. এমদাদুল চৌকিদার (পিতা: মৃত শাহজাহান)  এবং মো. জামাল মিয়া (পিতা: মৃত শফিজ উদ্দিন)-এর বিরুদ্ধে।

সরজমিন পরিদর্শনে দেখা যায়, খালটি দখল হওয়ার পর পুরো অংশই ক্রমে ভরাট হয়ে গেছে। খালের বরাবর বড় খালে বর্তমানে একটি নতুন সেতু নির্মাণ কাজ চলছে, তবে খাল দখল ও ভরাটের সমস্যার সমাধান না হওয়ায় সেতু নির্মাণ এলাকাবাসীর উপকারে আসছে না। খালটির দুই পাশে ৫০০-র বেশি ঘরবাড়িতে প্রায় দুই হাজার মানুষ বসবাস করে। দীর্ঘদিন ধরে খালটির পানি চলাচল বন্ধ থাকায় এলাকাটি এখন পানিনিষ্কাশনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রান্নাবান্না থেকে শুরু করে গোসল, সবকিছুতেই তারা চরম সমস্যার মুখোমুখি। বর্ষা মৌসুমে পানি বের হওয়ার পথ না থাকায় ঘরবাড়িতে পানি উঠে যায়। এতে বাড়ে মশার উপদ্রব, সৃষ্টি হয় ডায়রিয়া, জ্বর, চর্মরোগসহ নানান স্বাস্থ্যঝুঁকি। ছোট শিশু, নারী ও প্রবীণরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এলাকাবাসীর দাবি, খালের মুখ দখলমুক্ত করে পুরো খালটি পুনঃখনন করলে পানি নিষ্কাশনের পথ খুলবে, দূর হবে তাদের দৈনন্দিন ভোগান্তি। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের মতে, খালটি পুনরুদ্ধার হলে বর্ষায় জলাবদ্ধতা কমবে, পরিবেশ ফিরবে স্বাভাবিক অবস্থায় এবং জনস্বাস্থ্যগত ঝুঁকি অনেকটাই কমে আসবে।

এলাকাবাসী আরও বলেন, বহু বছর ধরে খালটি দখলদারদের কারণে অচল হয়ে পড়লেও তাদের অভিযোগের কোনো সমাধান মেলেনি। তাই অবিলম্বে অভিযান চালিয়ে খালটি দখলমুক্ত ও পুনঃখননের দাবি জানান তারা।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত