শনিবার ১৫ নভেম্বর ২০২৫ ১ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ১৫ নভেম্বর ২০২৫
কাশিয়ানীতে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময়
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৫:২৩ PM

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রাপ্ত সেলিমুজ্জামান সেলিম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। 

শনিবার কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়ে জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন। 

এসময় তিনি সাংবাদিকদের কাছে তার বন্যার্ঢ রাজনৈতিক জীবনের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি আগামীতে তার বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন।

তিনি দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান রাজনীতি নিয়ে আলোচনার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, দীর্ঘদিন ধরে কাশিয়ানী-মুকসুদপুর উপজেলা বিএনপির কোনো পূর্ণাঙ্গ কমিটি ছিলোনা। ফলে সাংগঠনিক ভাবে আমরা অনেকটা এলোমেলো অবস্থায় ছিলো। বর্তমানে উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি হয়েছে ও দলীয় কার্যক্রম গতিশীল হয়েছে। 

তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে তার নির্বাচনী এলাকায় মাদক মুক্ত সমাজ গড়তে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। বেকার সমস্যা দূরীকরণে আকীজ গ্রুপের ন্যায় বিসিক শিল্প নগরী গড়ে তোলা হবে। বিগত বছরের এসএসসি ও এইচএসসি পরিক্ষার ফলাফল বিপর্যয়ের কারন খুজে বের করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে ৮-১০ সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়ছে। ইন-শা-আল্লাহ আগামী বছর থেকে শিক্ষার্থীদের লেখাপড়ার মান ও ফলাফলের উন্নয়ন হবে। বস্তুনিষ্ঠ ও সুনির্দিষ্ট তথ্য সাপেক্ষে সাংবাদিকদের সংবাদ প্রকাশের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেয়া হবে। 

পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। এ সময়ে উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ সেলিম যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা শকরে সভার সমাপ্তি ঘোষণা করেন। এসময় জেলা ও উপজেলার কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত