শনিবার ১৫ নভেম্বর ২০২৫ ১ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ১৫ নভেম্বর ২০২৫
নেত্রকোনা-২ আসনে বিএনপি প্রার্থীর মেডিকেল ক্যাম্পেইন
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৬:০০ PM

নেত্রকোনা-২ সদর-বারহাট্রা আসনে বিএনপি মনোনিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সার্বিক সহযোগিতায় নিয়মিত ফ্রি আই ও মেডিকেল ক্যাম্পেইনের অংশ হিসেবে শনিবার সকালে বারহাট্টা উপজেলার গোপালপুরস্থ এ. কে. খান দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

বিএনপি মনোনিত প্রার্থীর সহধর্মীণি ডাক্তার লুৎফা হকের তত্বাবধানে মেডিকেল ক্যাম্পেইন উদ্ধোধন করেন জেলা বিএনপির সভাপতি ধানের শীষের নমিনী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারন সম্পাদক আশিক আহমেদ কমল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মানিক আজাদ, নেত্রকোনা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজুসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ৮ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

মেডিকেল ক্যাম্পেইন উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে সকল জনগণের মাঝে স্বাস্থ্যকার্ড চালু করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার বাস্তবায়ন করা হবে।   
                                                    








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত