সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সকল দাপ্তরিক প্রশাসনিক ভবণ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এর মাঝে এসিল্যান্ড এর পদায়ন, নদী খননের ব্যাপারে উদ্যোগ গ্রহণ, হাসপাতাল স্থাপন, ফায়ার সার্ভিস সহ সবকটি দপ্তরে নিয়োগ প্রদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। এছাড়াও এসকল দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
শনিবার সকাল সাড়ে দশটার সময় অস্থায়ী উপজেলা কার্যালয়ের পাশে ব্রীজ চত্বরে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে অংশনেন সকল শ্রেণীপেশার মানুষ।
এতে প্রায় দুশতাধিক মানুষের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মানববন্ধনের উদ্যোগী কবি অসীম সরকার, প্রভাষক নির্মল কান্তি সরকার, নতুন কুঁড়ির প্রধান শিক্ষক আরিফুর রহমান খান প্রমুখ।
বক্তরা বলেন ভাটির জনপদ অবহেলিত এই নতুন মধ্যনগর উপজেলাটি ২০২১ সালের ২৬ শে জুলাই যাত্রা শুরু করা হয়। কিন্তু এখন পর্যন্ত অস্থায়ী ভাবেই কার্যক্রম চলছে। পাঁচ বছর পেরিয়ে গেলেও ২ শতর অধিক জনবলের বিপরীতে গুটি কয়েকজন কর্মকর্তা সহ মাত্র ২২ জন কর্মচারী রয়েছেন। যার দরুন উপজেলার প্রায় দু’লক্ষাধিক মানুষ উপজেলার বিভিন্ন দাপ্তরিক গুরুত্বপূর্ণ সেবা পাচ্ছেন না। যেটুকুই পাচ্ছেন পর্যাপ্ত জনবলের অভাবে প্রতিনিয়তই ভোগান্তির স্বীকার হচ্ছেন ভুক্তভোগীরা । আবার একাধিক দপ্তরে অতিরিক্ত দায়িত্বে থাকার কারণে সময়মতো সেবা না পেয়ে, অনেকেই যেতে হয় ধর্মপাশার উপজেলায়।
এসকল সমস্যা দ্রুত নিরসনের দাবী তুলেছেন এলাকাবাসী। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য একটি এম্বুলেন্সের প্রয়োজনীয়তা আছে বলে ব্যক্ত করেন বক্তারা। তাছাড়া হাওর অঞ্চলের মানুষের জনপদের উপজেলাটির সার্বিক উন্নয়ন ব্যবস্থা গ্রহনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা.বিধান রজন রায়ের সুদৃষ্টি কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
তাছাড়া আর্ত পিড়িত জনমানুষের স্বাস্থ্যসেবার চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণ, শিক্ষার উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্হা সহ গুরুত্বপূর্ণ সকল দপ্তরের কার্যকারী ব্যবস্থা নেওয়া এবং ভূমি সেবার কর্মকর্তা এসিল্যান্ড পদের দ্রুত সৃজন ও পদায়ন, নদী খনন এবং প্রস্তাবিত সকল ভবণ নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন করার জোরদাবী জানিয়েছেন মানববন্ধনে অংশ নেয়া লোকজন।