কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার সরকারকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকালে হোমনা উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ঘোষকান্দি গ্রামে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “মোঃ মনোয়ার সরকার দীর্ঘদিন প্রবাসে থেকেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দল সুসংগঠিত করতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি মনোনয়ন পেলে বিএনপি এই আসনে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে।”
আরও বলা হয়, “দলের দুর্দিনে মনোয়ার সরকার যেভাবে পাশে ছিলেন, তেমনি দলের প্রতি তাঁর নিবেদন ও ত্যাগকে মূল্যায়ন করা সময়ের দাবি। তৃণমূলের নেতাকর্মীরা তাঁকেই প্রার্থী হিসেবে দেখতে চান।”
মানববন্ধনে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।