মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ ৪ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫
বাকেরগঞ্জের গৃহহীন মুকুলী পেলেন শান্তির নীড়
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১১:৩৭ AM আপডেট: ১৮.১১.২০২৫ ১১:৪৪ AM

বরিশালের বাকেরগঞ্জে গৃহহীন এক ভিক্ষুক পরিবারের জীবনে নেমে এসেছে স্বস্তির আলো। বহুদিন ধরে মানবেতর জীবন যাপন করা মুকুল বেগম ও আলমগীর হোসেন দম্পতির মাথা গোঁজার ঠাঁই হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সহযোগিতায়। 

সোমবার বিকেল ৪টায় বাকেরগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডে তাদের হাতে তুলে দেওয়া হয় নবনির্মিত একটি ঘরের চাবি, যার নামকরণ করা হয়েছে- ‘শান্তির নীড়’।

দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে সন্তানদের নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে আসছিলেন মুকুল বেগম ও তার পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের দেয়া ঘরের চাবি পেয়ে পরিবারের সদস্যদের চোখে মুখে আনন্দের বন্যা বইতে দেখা যায়।

ঘর পাওয়ার পর আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন,  মোরা ৫ টা মাইয়া পোলা লইয়া বৃষ্টিতে ভিজতাম, রউদে শুখাইতাম। শীতের দিনে পোলাপান নিয়া অনেক কষ্ট পাইছি। আল্লাহ অবশেষে মোগো মুখের দিকে তাকাইল। ইউএনও ম্যাডামরে আল্লাহ আরও বড় করুক ও সবসময় ভালো থাকুন এই দোয়া করি।

এই পরিবারটির দুর্দশার কথা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ। পরে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি ভিত্তিতে তাদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, সম্পূর্ণ মানবিক বিবেচনায় আমরা দ্রুত এই পরিবারের জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নেই। বাকেরগঞ্জের যেকোনো এলাকায় এমন অসহায় মানুষ থাকলে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করবো।

চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী। সকলের উপস্থিতিতে ঘরটি পেয়ে যেন নতুন করে বাঁচার প্রেরণা পেয়েছে মুকুল বেগমের পরিবার।

মানবিক উদ্যোগে বদলে যাওয়া একটি পরিবারের গল্প বাকেরগঞ্জে ‘শান্তির নীড়’ যেন সমাজে মানবতার আরও অনেক দৃষ্টান্ত তৈরির অনুপ্রেরণা হয়ে থাকুক।

উল্লেখ্য বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ যোগদানের পর থেকে অসংখ্য মানবিক উদ্যোগ নিয়েছেন ও অসংখ্য হতদরিদ্র গৃহহীন মানুষ পেয়েছে মাথা গোঁজার ঠাঁই।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত