বুধবার ১৯ নভেম্বর ২০২৫ ৫ অগ্রহায়ণ ১৪৩২
বুধবার ১৯ নভেম্বর ২০২৫
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১০:৩৭ AM আপডেট: ১৯.১১.২০২৫ ১০:৪৫ AM

গাজীপুরের শ্রীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন গুদামে থাকা কোটি টাকার ঝুট-তুলাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে  এবং পাশে থাকা তিনটি গরু পুড়ে মারা গেছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে  শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন তীব্রতা বাড়তে থাকায় পরে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনে গুদামে থাকা সমস্ত ঝুট মালামাল পুড়ে ও সেখানে থাকা তিনটি গরু পুড়ে মারা গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেন নি। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোন মানুষ আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে গোডাউনের এক পাশে থাকা তিনটি গরু পুড়ে মারা গেছে। অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা তুলা, ঝুট ও ভাঙারি মালামালসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।


আরও সংবাদ   বিষয়:  গাজিপুর   শ্রীপুর   আগুন   অগ্নিকাণ্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত