গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) -এর যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক (GEW) ২০২৫-এর জাতীয় পর্বের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
"আজকের উদ্ভাবকদের ক্ষমতায়নের মাধ্যমে আগামী দিনের বিশ্ব গড়া" এই শক্তিশালী প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সামিটে দেশের তরুণ উদ্যোক্তা, উদ্ভাবক, শিক্ষাবিদ এবং ইকোসিস্টেম নেতারা উপস্থিত ছিলেন।
বিশ্বের ২০০টিরও বেশি দেশে উদযাপিত GEW-এর বাংলাদেশ পর্বকে নেতৃত্ব দিচ্ছে ডিআইইউ। এ বছরের বৈশ্বিক প্রতিপাদ্য “একসাথে আমরা গড়ি” (Together We Build)-এর আলোকে এই আয়োজন তরুণদের ক্ষমতায়ন ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেছে। এই সামিট চাকরি খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে এসে চাকরি সৃষ্টির সংস্কৃতি তৈরির একটি জাতীয় অঙ্গীকারের প্রতীক হয়ে উঠেছে। অনুষ্ঠানে মাস্টারক্লাস, প্যানেল আলোচনা, স্টার্টআপ ফান্ডিংয়ের সুযোগ এবং তরুণদের উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনের মতো বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার, উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদের লক্ষ্য হলো প্রাথমিক স্তর থেকেই শিশুদের মধ্যে এমন একটি মানসিক ভিত্তি তৈরি করা, যেখানে তারা তাদের সৃজনশীল ধারণাগুলোকে সমাজের জন্য ফলপ্রসূ উদ্যোগে রূপান্তরিত করতে শিখবে। এই সামিট সেই মানসিকতা লালন করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মো. সবুর খান, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বোর্ড অফ ট্রাস্টিজ, ডিআইইউ এবং চেয়ারম্যান, জেন বাংলাদেশ।
তিনি বলেন, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ডিআইইউ বাংলাদেশে একটি শক্তিশালী উদ্যোক্তা ইকোসিস্টেম তৈরিতে অগ্রাধিকার দিয়ে আসছে। আমাদের লক্ষ্য তরুণদের চাকরিপ্রার্থী নয়, বরং চাকরি সৃষ্টিকারী হিসেবে তৈরি করা। একটি ধারণা যথেষ্ট নয়; অধ্যবসায় এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। তরুণ উদ্ভাবকদের প্রতি আমার বার্তা— হাল ছেড়ো না, জাতিকে তোমাদের প্রয়োজন।