বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ই-সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রথম পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বিএসটিআই হলো বাংলাদেশের জাতীয় মান নির্ধারণ ও বাজারে পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণকারী একমাত্র সরকারি প্রতিষ্ঠান। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত সংস্থা।
আজ বিএসটিআই এর কনফারেন্স রুমে কার্যক্রম প্রাথমিকভাবে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূরুজ্জামান, এনডিসি সচিব (অঃ দাঃ), শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআই এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
বিএসটিআই এর ই-সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম এর কারিগরি সহযোগী হিসেবে কাজ করেছে অরেঞ্জবিডি লিমিটেড। বিএসটিআই এর কর্মকর্তাদের তত্বাবধায়নে ই-সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমটি সফলভাবে তৈরীর জন্য বিএসটিআই এর মহাপরিচালক অরেঞ্জবিডি লিমিটেডকে ধন্যবাদ জানান।
প্রথম পর্যায়ে সিএম ম্যান্ডেটরি প্রোডাক্ট লাইসেন্স এবং ই-কমার্স (BDS বিক্রয়) এর কার্যক্রম অনলাইনে সবার জন্য উন্মুক্ত করা হলো। এখন থেকে উক্ত সেবাসমূহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে আবেদন ও প্রাপ্তির সুযোগ থাকবে।
সিএম ম্যান্ডেটরি প্রোডাক্ট লাইসেন্স প্রাপ্তির জন্য অনলাইন পেমেন্ট এর মাধ্যমে গ্রাহক (eservice.bsti.gov.bd) লিংক এ গিয়ে আবেদন করতে পারবেন। বিএসটিআই কর্তৃক আবেদন গ্রহণের পর যাচাই-বাছাই, পরিদর্শন, সিম্পেল কালেকশন, টেস্ট ফি প্রদান এবং সবশেষ লাইসেন্স প্রদান উক্ত সফটওয়্যার এর মাধ্যমে সম্পাদন হবে।
এছাড়া বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইন পেমেন্ট এর মাধ্যমে গ্রাহক (ec.eservice.bsti.gov.bd) লিংক এ গিয়ে BDS ক্রয় করতে পারবেন।
পর্যায়ক্রমে প্রতিষ্ঠানটির মেট্রোলজি লাইসেন্স, এমএসসি লাইসেন্স, কেমিক্যাল ল্যাব টেস্ট, ফিজিক্যাল ল্যাব টেস্ট এবং এডমিন উইং এর সেবাসমূহ সফটওয়্যার এ সংযুক্ত করা হবে।