শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ ৭ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ২১ নভেম্বর ২০২৫
জমকালো আয়োজনে যমুনা এসি বিজনেস সামিট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৪:২১ PM আপডেট: ২০.১১.২০২৫ ৪:৩১ PM

পারস্পরিক ব্যবসায়িক প্রবৃদ্ধি, আগামী দিনের কর্মপরিকল্পনা আর মতবিনিময় মাধ্যমে রেডিসন ব্লু, ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হলো যমুনা এসি বিজনেস সামিট।

এসি একটি বিকাশ মান শিল্প, গত কয়েক বছরে তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে এসি বিক্রি। তাছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং অর্থনীতির অগ্রযাত্রা মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে এসির বাজার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এ ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে যমুনা এসি ইতিমধ্যে তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, ক্রমাগত মান উন্নয়ন এবং নতুন নতুন মডেলের এসি বাজারে নিয়ে এসেছে।

যমুনা ইলেকট্রনিক্স এবং অটোমোবাইলস এর মার্কেটিং ডিরেক্টর, সেলিম উল্লাহ সেলিমের সঞ্চালনায় এবং সম্মানিত এসি ডিলারদের পদচারণা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। 

সেলিম উল্লাহ সেলিম বলেন, আপনারা শুধুমাত্র যমুনা ইলেকট্রনিক্সের ডিলার বা পার্টনার না, আপনারা যমুনা পরিবারের গর্বিত সদস্য। তিনি বলেন, আমাদের আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য মূলত তিনটি, এক ) আমাদের ডিলারদের সাথে শক্তিশালী ব্যবসায়ী সম্পর্ক তৈরি করা, দুই) এসি বিজনেস নিয়ে আগামী বছরের ব্যবসায়িক পরিধি ও কর্মপরিকল্পনা শেয়ার করা,  তিন) আর একসাথে সফলতার নতুন পথ খুঁজে বের করা।

সেলস ডিরেক্টর, ডঃ সাখাওয়াত হোসেন সারাদেশ থেকে আগত এসির সম্মানিত ডিলারদের যমুনা বিজনেস সামিটে স্বাগত জানান এবং তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস এর হেড অফ বিজনেস, সাজ্জাদুল ইসলাম তার কি নোট স্পিচে আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি এসি মার্কেট ট্রেন্ড, ভবিষ্যৎ এসি বিজনেসের সুযোগ-সুবিধা এবং বিজনেস ইন সাইড নিয়ে তার গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন।

যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস এর হেড অফ সেলস, মাকসুদুল ইসলাম এবং হেড অফ এসি সেলস, আখতার হোসেন ডিলারদের সাথে যমুনার ব্যবসায়িক সম্পর্ক, বিজনেস নেটওয়ার্কিং এবং অফারের বিস্তারিত তুলে ধরেন।

সারাদেশ থেকে আগত এসির ডিলারবৃন্দ যমুনার সাথে তাদের ব্যবসায়িক পথচলার সাফল্য গাথা তুলে ধরেন। পারস্পরিক মতবিনিময় এবং এসির উইন্টার বুকিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়া যায়শান, হেড অফ প্রোডাকশন, কিং হুয়ান, হেড অফ আর এন ডি, মোঃ ইব্রাহিম হোসেন, এজিএম বিজনেস অপারেশন সহ ব্র্যান্ড মার্কেটিং এবং সেলস  ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মনোজ্ঞ সংস্কৃতি আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয়।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত