রবিবার ২৩ নভেম্বর ২০২৫ ৯ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ২৩ নভেম্বর ২০২৫
কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:০২ PM

ঢাকার কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে চারটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের দক্ষিণ ঢালীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রাজ্জাক একই ইউনিয়নের মধুরচর গ্রামের রবিউল ইসলামের ছেলে। রাজ্জাক ডাকাত কিনা সে বিষয়ে বলতে পারেনি স্থানীয়রা।

ঢালিকান্দি এলাকার বাসিন্দা আজগর আলী বলেন, আব্দুর রাজ্জাক ডাকাত কিনা সেটি কখনো শুনিনি। পূর্বশত্রুতার জেরে ডাকাত বলে গণপিটুনি দিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোর সাড়ে চারটার দিকে ডাকাত পড়েছে এমন চিৎকার শুনে এলাকাবাসী রাস্তায় বেরিয়ে আসেন। 

এসময় আব্দুর রাজ্জাককে গণপিটুনি দের স্থানীয়রা। খবর পেয়ে কলাতিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করে। পরে আব্দুর রাজ্জাককে আশঙ্কাজনক অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি। বর্তমানে আমি হাজিরার জন্য কোর্টে আছি। তাই বিস্তারিত তথ্য দিতে পারছি না।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন, ডাকাত সন্দেহ এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাকে মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। 


আরও সংবাদ   বিষয়:  ডাকাত   গণপিটুনি   রাজ্জাক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত