নড়াইলের কালিয়া উপজেলায় ৩ হাজার ২শ’ ত্রিশ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও উফশী ধান এবং হাইব্রিড সূর্যমুখী বীজ বিতরণ করা হয়েছে।
কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রণোদনা সহায়তার অংশ হিসেবে বুধবার (১৯ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো ও ধান আবাদে উৎসাহ দিতে সরকার বিনামূল্যে সার-বীজ প্রদান করছে। এর অংশ হিসেবে কালিয়া উপজেলার ৩ হাজার ২০০ ত্রিশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে ডিএপি, এমওপি সার এবং উচ্চমানের ধান বীজ ও হাইব্রিড সূর্যমুখী বীজ তুলে দেওয়া হয়েছে।
অতিথিরা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে— সরকার সেই লক্ষ্য সামনে রেখে কৃষি খাতে নানা প্রণোদনা অব্যাহত রেখেছে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
বিতরণ কার্যক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা অংশগ্রহণ করেন এবং এ ধরনের সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।