লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে জেলার সকল রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে জেলার জেলা প্রশাসকের হলরুমে লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক এস এম মেহেদী'র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি ক্যাপ্টেন (অব:) ইব্রাহিম, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবির সাবেক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি আহমেদ ফেরদৌস মানিক, প্রেসক্লাবের সেক্রেটারি সাইদুল ইসলাম পাবেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরমান হোসাইন প্রমুখ।
বক্তারা সুন্দর ও সুশৃঙ্খল লক্ষ্মীপুর গঠনে নানা ধরনের মতপ্রকাশ করে বলেন, উন্নত লক্ষ্মীপুর গঠনে চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধের বিকল্প নাই। এতে প্রশাসনের জোড়ালো ভূমিকা চান তারা।
জেলা প্রশাসক এস এম মেহেদী বলেন, আমাদের মাঝে মতপার্থক্য হতে পারে, তবে এটি যেনো মতবিরোধে পরিণত না হয়। সকলে নিজ পেশা থেকে স্বচ্ছ থাকলে সুন্দর লক্ষ্মীপুর গঠন করা সম্ভব। এ সময় দুর্নীতি ও মাদকমুক্ত লক্ষ্মীপুর গঠনে জেলা বাসীর সহযোগিতা চান নবাগত জেলা প্রশাসক।