সোমবার ২৪ নভেম্বর ২০২৫ ১০ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ২৪ নভেম্বর ২০২৫
টাঙ্গাইলে ঘরে মিলল মা-মেয়ের লাশ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:২৮ PM

সখীপুরে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- ওই গ্রামের কৃষক শামছুল আলমের স্ত্রী শাহনাজ বেগম (৫৮) এবং তার মেয়ে সাজেদা (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহনাজ বেগম ১০ বছর ধরে শারীরিক অসুস্থতায় মানসিক অশান্তিতে ভুগছিলেন। অন্য দিকে তার মেয়ে সাজেদা প্রতিবন্ধী ছিলেন। 

শাহনাজের ছেলে বিদেশে থাকতো। বাড়িতে ছেলের বউ ও শাহনাজের স্বামী থাকতেন৷ মঙ্গলবার রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। পরে বুধবার সকালে রান্না ঘরে শাহনাজের ঝুলন্ত লাশ দেখতে পারে। আর রুমের মধ্যে বিছানায় মৃত অবস্থায় শাহনাজের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। 

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও প্রতিবন্ধী মেয়ে দুইজনের গুরুতর অসুস্থ ছিলেন। তবে নিহত সাজেদার শরীরের কোনো আঘাত পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত