বরিশাল জেলার উজিরপুর উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন।
২৪ নভেম্বর দুপুর ১২টায় তিনি উপজেলা পরিষদ চত্বরে ইউনি ব্লক রাস্তা নির্মাণ, সেবাগ্রহীতাদের জন্য ওয়েটিং রুম এবং উপজেলা পরিষদ কনফারেন্স রুমের সংস্কার ও আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।
উন্নয়ন কাজগুলোর পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। উদ্বোধন শেষে জেলা প্রশাসক বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।