বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
এসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট রুবাই আহমেদ রাইয়্যান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা জামায়াতের আমীর মো. গোলাম সারোয়ার, নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ গোলাম মাছুম, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উমর ফারুক, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলু প্রমুখ।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।