নওগাঁর মান্দায় সোনালী ব্যাংক লিমিটেড পিএলসি এর উদ্যােগে বিভিন্ন শ্রেণিপেশার নিম্ন আয়ের প্রান্তিক মানুষদের মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কুসুম্বা মসজিদ সংলগ্ন নানকিং ফুড কর্ণার এর হলরুমে অনুষ্ঠিত প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেনারেল ম্যানাজার্স অফিসের জেনারেল ম্যানাজার মোঃ শওকত জামান।
মান্দা সোনালী ব্যাংক লিমিটেড পিএলসির প্রিন্সিপাল অফিসার জিল্লুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মান্দা সোনালী ব্যাংক লিমিটেড পিএলসির শাখা ব্যাবস্থাপক দেওয়ান মোঃ বদরুদ্দোজা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মেহেদী হাসান, ইনডেক্স কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সোনালী ব্যাংকে সব ধরনের লোন দিয়ে থাকে। এনজিও থেকে লোন নিয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ। তাই আপনারা ব্যাংকের সাথে সম্পর্ক রাখেন, নিয়োমিত লোন গ্রহন করুন এবং লোন পরিশোধ করুন।
অনুষ্ঠান শেষে মান্দা সোনালী ব্যাংক লিমিটেড পিএলসি শাখার পক্ষ থেকে উপস্থিত ঋণ পরিশোধকারী এবং গ্রাহকদের মাঝে উপহারস্বরূপ ক্রেস্ট প্রধান অতিথি রাজশাহী জেনারেল ম্যানাজার্স অফিসের জেনারেল ম্যানাজার শওকত জামান এর হাত থেকে গ্রহন করেন।