শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ২২ নভেম্বর ২০২৫
বাংলাদেশ কৃষি ব্যাংক গাজীপুরের ১৭টি শাখায় নবান্ন উৎসব উদযাপন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৪:৪৫ PM

বাংলাদেশ কৃষি ব্যাংক গাজীপুরের ১৭টি শাখায় নবান্ন উৎসব উদযাপন হয় বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের সকল শাখায়। 

এসময় বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় মহাব্যবস্থাপক গোলাম মোহাম্মদ আরিফ এবং গাজীপুরের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ সোহরাব জাকির গাজীপুরের মির্জাপুর শাখা, কাপাসিয়া শাখা,  শ্রীপুর শাখা পরিদর্শন করেন এবং গ্রাহকদের সাথে মতবিনিময় করেন।

বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় মহাব্যবস্থাপক গোলাম মোহাম্মদ আরিফ বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক ১৯৭২ সালে জন্ম লগ্ন থেকেই নবান্ন উৎসব উদযাপন করে থাকে। এই ব্যাংক সাধারণ মানুষের ব্যাংক এবং কৃষকের ব্যাংক এবং প্রতি বছর এই উৎসবের মধ্য দিয়ে প্রমাণ করে থাকে। তিনি আরো বলেন, কৃষি ব্যাংক ৪% সুদে সহজ শর্তে কৃষকদের ঋণ দিয়ে থাকে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত