শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ ৭ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ২১ নভেম্বর ২০২৫
৫৯ বিজিবির অভিযানে আজমতপুর সীমান্তে নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭:৫৫ PM

শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। তবে এঘটনায় কেউ আটক হয়নি। 

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, মহানন্দা ব্যাটালিয়ন এর অধীনস্থ আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া এলাকা দিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ভারত হতে বাংলাদেশে পাচারের গোপন সংবাদ পাওয়া যায়। 

এমন তথ্যের ভিত্তিতে তেলকুপি বিওপির একটি চৌকষ টহল দল আজ সকাল সোয়া ৭ টার দিকে উক্ত এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে এক চোরাকারবারীকে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করে। চোরাকারবারী তার কাছে থাকা ১টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। 

পরবর্তীতে টহল দল বস্তাটি তল্লাশী করে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় থাকা ৪ হাজার ৯৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN) উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মূল্য প্রায় ১০ দশ লক্ষ টাকা। বর্তমানে উদ্ধারকৃত ট্যাবলেটগুলো সাধারণ ডায়েরীর মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত