কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সরকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি), মোঃ জাহাঙ্গীর আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, দৌলতপুর সেনাক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন লামইয়ানুল, দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ, বিজিবি প্রতিনিধি সহ উপজেলার পরিষদে কর্মরত সরকারী কর্মকর্তাগণ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।