শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ২২ নভেম্বর ২০২৫
শার্শায় বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:৫২ PM

গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হলো নির্বাচন। আর নির্বাচন এলেই গ্রামের মানুষ উৎসবের আমেজে ভরে ওঠে। কিন্তু গত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অধীনে মানুষ তো উৎসব করতেই পারেনি, বরং ভোট দেওয়ার অধিকার থেকেও বঞ্চিত হয়েছে। তারা পুরো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে জাতির অগ্রগতিকে স্থবির করে দিয়েছিল। আর সেই সরকারের বিদায়ের পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে আবারও উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষকে জয়ী করা ছাড়া বিকল্প নেই।

শার্শার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে পথসভায় এসব কথা বলেন সাবেক যশোর-১ (৮৫, শার্শা) আসনের এমপি মফিকুল হাসান তৃপ্তি।

তিনি বলেন, গত ১৫ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে, মিথ্যা মামলা ও হামলায় জর্জরিত হয়েছে। এসব থেকে মুক্তি পেতে এবং সুষ্ঠুভাবে বাঁচতে হলে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতেই হবে।

তিনি আরও বলেন, “আপনারা দেখছেন স্বাধীনতার বিরোধী শক্তি জামায়াতে ইসলামী আবারও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ১৯৭১ সালে এরা আমাদের মা-বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল। তাই এদের ভোটের মাধ্যমে বর্জন করতে হবে। আগামী ১০০ বছরেও যেন এই দলটি রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে, সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।”

এসময় গণসংযোগ ও লিফলেট বিতরণে তার সঙ্গে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলুসহ স্থানীয় বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত