সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ী আটক করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১২ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কের সদরপুর ব্রীজের সামন থেকে একটি পিকআপ গাড়ি থেকে ৬০ কেজি গাজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদের দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার, জগন্নাথপুর সার্কেলের তত্ত্বাবধানে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ইসমাইল মিয়া, এএসআই (নিরস্ত্র) রুবেল আহমদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জয়কলস ইউনিয়নের সদরপুর ব্রীজ সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি পিকআপ গাড়ীকে সংকেত দিয়ে থামালে উক্ত গাড়ীর চালকসহ অজ্ঞাতনামা ৩/৪ জন রাস্তায় গাড়ী রেখে দৌড়ে পালিয়ে যায়। পিকআপ গাড়ী তল্লাশী করে গাড়ীতে থাকা ৪টি চটের বস্তায় রক্ষিত ১২টি ৫ কেজি ওজনের বড় গাঁজার পোটলায় সর্বমোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে পিকআপ গাড়ী (রেজি: নং-সিলেট মেট্রো-ন-১১-১০২২) উদ্ধার পূর্বক জব্দ করে পুলিশ।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আহাদ জানান, রাতে বিশেষ অভিযানে আমরা বিপুল পরিমানের এই গাজার চালান আটক করতে পেরেছি। এই চালানের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। মাদকের বিরুদ্ধে সব সময় অভিযান অব্যাহত রয়েছে।