নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা–সিলেট মহাসড়কের পাশে তড়িঘড়ি করে মার্কেট নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্টে ৩৫ বছর বয়সী রাজমিস্ত্রি সজল নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন শ্রমিক আহত হয়েছেন। নিহত সজল পাবনার সাঁথিয়া থানার আশাইখোলা এলাকার বাতেন মিয়ার ছেলে।
ঘটনা ঘটে রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাচরুখী হাজী আব্দুল মালেক প্রধান মর্ডান হাসপাতাল ও এমপি টাওয়ারের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন মার্কেটের মালিক জসিম উদ্দিন সড়ক ও জনপথের অধিগ্রহণকৃত জায়গা এবং স্থানীয় ব্যক্তির কিছু জায়গা দখল করে তড়িঘড়ি করে কাজ করছিলেন।
গত চার দিন আগে পিলার স্থাপন করতে মাটি খননের সময় বিদ্যুতের খুঁটি পড়ে প্রাইভেট হাসপাতালের ক্ষতি হয়েছে এবং তার মাটিতে পড়ে থাকায় রোববার সন্ধ্যায় সজল তারে জড়িয়ে আহত হন। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মার্কেট মালিক জসিম উদ্দিনের ছেলে মানিক বলেন, “ঘটনাস্থলে আমরা উপস্থিত ছিলাম, কিন্তু সজলকে বাঁচানো সম্ভব হয়নি।”
সড়ক ও জনপথের অফিসার আজিম জানান, কোনক্রমেই সরকারি জায়গা দখল করতে দেওয়া হবে না। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও লাশ ইতোমধ্যে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তদন্ত চলছে।