সোমবার ২৪ নভেম্বর ২০২৫ ১০ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ২৪ নভেম্বর ২০২৫
সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ৪ ঘণ্টা আগে লিখেছিলেন ‘সাদা কাপড়, মাটির ঘর ’
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১:৪০ PM
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত দুই বন্ধ।সংগৃহীত ছবি

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত দুই বন্ধ।সংগৃহীত ছবি

রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় শাহাবুলের সঙ্গে মোটরসাইকেলে থাকা আরেক বন্ধু মেহেদী হাসান (২০) নিহত হয়েছেন ৷ এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাদেরই আরেক বন্ধু উৎসব চক্রবর্তী (২০) নামের মোটরসাইকেল আরোহী। হতাহতদের সবার বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। সম্প্রতি তারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন।দুর্ঘটনার মাত্র চার ঘণ্টা আগে তাদের একজন নিজের ফেসবুকে লিখেছিলেন-‘সাদা কাপড়, মাটির ঘর আর বাঁশের ছাউনি’।

স্থানীয়রা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানের শাটারে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন ৷

শেরপুর থানার উপ-পরিদর্শ আমিরুল ইসলাম বলেন, বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়েছে। নিহত শাহাবুল নিজেই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আহত উৎসব প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত