সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চালু করেছে “Postal Vote BD” মোবাইল অ্যাপ। অ্যাপটির মাধ্যমে বিদেশে অবস্থান করেও নিরাপদ ও যাচাইকৃত পদ্ধতিতে ভোট দেওয়া সম্ভব হবে।
নির্বাচন কমিশনের ঘোষণায় জানানো হয়েছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক ইউএই-তে বসবাসরত প্রবাসীদের ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২৫–এর মধ্যে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
প্রবাসীদের পোস্টাল ভোটদানের ধাপসমূহ (বিস্তারিত প্রক্রিয়া)
১. অ্যাপ ডাউনলোড
গুগল Play Store অথবা App Store–এ গিয়ে “Postal Vote BD” অ্যাপটি ডাউনলোড করতে হবে।
অ্যাপটি ইনস্টল করার পর মোবাইল নম্বর যাচাই (OTP) দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে।
২. পরিচয় যাচাই (ID Verification)
নিবন্ধনের সময় নিম্নোক্ত তথ্য অ্যাপে জমা দিতে হয়—
বৈধ পাসপোর্টের স্ক্যান/ছবি
জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর অথবা স্মার্টকার্ডের তথ্য
আমিরাতে বসবাসের ভিসা/রেসিডেন্স আইডির কপি
বর্তমান ঠিকানা ও যোগাযোগের তথ্য
অ্যাপ কর্তৃপক্ষ এসব তথ্য যাচাই করে ভোটারের যোগ্যতা নিশ্চিত করবে।
৩. পোস্টাল ব্যালটের জন্য আবেদন
অ্যাপের ভেতরে “Postal Ballot Application” অপশন নির্বাচন করতে হবে।
নিজের নির্বাচনী এলাকা নির্বাচন করতে হবে।
প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করে আবেদন সাবমিট করতে হবে।
৪. নির্বাচন কমিশনের অনুমোদন
আবেদন যাচাই শেষে নির্বাচন কমিশন অনুমোদন দিলে অ্যাপে “Approved” নোটিফিকেশন আসে।
অনুমোদন পাওয়ার পর অ্যাপেই ব্যালট পাঠানোর সময়সূচী দেখা যাবে।
৫. পোস্টাল ব্যালট গ্রহণ
ভোটারের প্রদত্ত ঠিকানায় ডাকযোগে বা কনস্যুলেটের মাধ্যমে ব্যালট পাঠানো হবে।
ব্যালটের সঙ্গে থাকবে—
১. ভোটার নির্দেশিকা
২. গোপন ভোটের খাম
৩. রিটার্ন খাম (বাংলাদেশে ফেরত পাঠাতে ব্যবহৃত)
৬. ব্যালটে ভোট প্রদান
ব্যালট পেপারে প্রার্থী নির্বাচনের পরে নির্দেশিকা অনুযায়ী খামে ভাঁজ করে সিল করে রাখতে হবে।
ব্যালটটি অবশ্যই গোপনীয় খামে জমা দিতে হবে।
এরপর রিটার্ন খামে ব্যালট রেখে সঠিক ঠিকানায় প্রেরণ করতে হবে।
৭. ব্যালট ফেরত পাঠানো
ডাক বিভাগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যালট বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
নির্ধারিত সময়সীমার আগে ব্যালট পৌঁছাতে হবে—এটাই ভোটটি গণনার শর্ত।
৮. ভোট গণনায় অন্তর্ভুক্তি
নির্বাচন কমিশন ব্যালট গ্রহণের পর ভোট যাচাই করে গণনায় অন্তর্ভুক্ত করবে। প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ এবং গোপনীয় রাখা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে দুবাই কনস্যুলেট জানিয়েছে, “Postal Vote BD” অ্যাপ–সংক্রান্ত সকল নির্দেশনা, ভিডিও টিউটোরিয়াল, সময়সূচী এবং ব্যালট জমা–গ্রহণ সংক্রান্ত আপডেট অফিসিয়াল ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হবে।
দুবাইস্থ কনস্যুলেটের কনসাল জেনারেল রাশেদুজ্জামান বলেন, “প্রবাসীদের বহুদিনের প্রত্যাশিত ভোটাধিকার নিশ্চিত করতে এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সময়মতো নিবন্ধন করলে প্রবাসীরা সহজেই ডাকযোগে ভোট দিতে পারবেন।”
আগামী ১৪–১৮ ডিসেম্বরের নির্ধারিত সময়েই ইউএই-র প্রবাসীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ প্রবাসীদের গণতান্ত্রিক অংশগ্রহণকে আরও প্রসারিত করবে বলে জানিয়েছেন অনেকেই।