বুধবার ৩ ডিসেম্বর ২০২৫ ১৯ অগ্রহায়ণ ১৪৩২
বুধবার ৩ ডিসেম্বর ২০২৫
অঘোষিত ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্ট ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ২:০৪ PM আপডেট: ০২.১২.২০২৫ ২:০৮ PM

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। তার আগে সিরিজ জয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ দুই দলের সামনে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে টস হেরেছে বাংলাদেশ, তারা ফিল্ডিংয়ে।


শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী ও রিশাদ হোসেনকে একাদশে ফেরানো হয়েছে। নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ বাদ পড়েছেন।


প্রথম ম্যাচে আয়ারল্যান্ড জিতেছিল। পরের ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজে সমতা ফেরায়। ১-১ এ সিরিজ, শেষ ম্যাচের পর একটি দলের হাতে উঠবে ট্রফি।


প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না শামীম। শেষ ম্যাচের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হয়। এবার একাদশেও জায়গা পেলেন।


বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।


আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটকিপার), কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রেস, ক্রেইগ ইয়াং, বেন হোয়াইট।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত