আগামী আইপিএল আসরের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম লিখেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। আট আসরে খেলেছেন মুস্তাফিজ, এবারও তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। বাংলাদেশি ক্রিকেটের অন্যতম সেরা সাকিব আল হাসানও নিলামে অংশ নিচ্ছেন, তিনি নিজেকে রেখেছেন ১ কোটি রুপির ক্যাটাগরিতে।
নিলামের জন্য মোট ১,৩৭৭ ক্রিকেটারের নাম তালিকাভুক্ত হয়েছে। তবে সকলের নাম চূড়ান্ত তালিকায় থাকবে না। ফ্র্যাঞ্চাইজিগুলোকে আগামী শুক্রবারের মধ্যে আগ্রহী ক্রিকেটারদের নাম জমা দিতে বলা হয়েছে। চূড়ান্ত তালিকার ভিত্তিতে নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর আবু ধাবিতে।
মুস্তাফিজ গত আসরে নিলামে দল না পেলেও পরে বদলি হিসেবে খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসে। তিন ম্যাচে তিনি চার উইকেট নিয়েছেন। ৩০ বছর বয়সী বাঁহাতি পেসার আট আসরে পাঁচটি ভিন্ন দলের হয়ে মোট ৬০ ম্যাচ খেলেছেন এবং ৬৫টি উইকেট নিয়েছেন। ২০১৬ সালে অভিষেক মৌসুমে ১৭ উইকেট তার সেরা পারফরম্যান্স।
সাকিব আইপিএলে সর্বশেষ খেলেছেন ২০২১ সালে। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাদের হয়ে মোট ৭১ ম্যাচে ৬৩ উইকেট নিয়েছেন। ব্যাটে ৭৯৩ রান, স্ট্রাইক রেট ১২৪.৪৮, ওভারপ্রতি ৭.৪৩ রানে তার পারফরম্যান্স মজবুত।
নিলামে এবার সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পাবেন, যার মধ্যে ৩১ জন বিদেশি। গ্লেন ম্যাক্সওয়েল এইবার নাম লিখাননি। সবচেয়ে বড় আকর্ষণ হতে পারেন ক্যামেরন গ্রিন, যিনি দীর্ঘদিন পর বোলিংয়ে ফিরেছেন। চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের জন্য তিনি প্রাথমিক লক্ষ্য।
সর্বোচ্চ ভিত্তিমূল্যের ৪৫ ক্রিকেটারের তালিকায় মুস্তাফিজ, গ্রিন ছাড়াও আছেন স্টিভেন স্মিথ, জশ ইংলিস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, রাইলি রুশো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জেসন হোল্ডার প্রমুখ। সাকিব-মুস্তাফিজের জন্য এবারের নিলামে দল পাওয়া চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।