বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
নকলায় অসহায়দের মাঝে কম্বল বিতরণ
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৪ PM

শেরপুরের নকলা উপজেলায় আসন্ন শীতকে সামনে রেখে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় (২০২৫-২৬ অর্থ বছর) ১০০জন গরিব ও অসহায় ও শীতার্থ মানুষের মাঝে কম্বল এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় দরিদ্র ও অস্বচ্ছল প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ১৮জন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে শীতবস্ত্র (কম্বল) ও হুইল চেয়ার তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো. নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক রাকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন শামীম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কম্বল ও হুইল চেয়ার হাতে পেয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগীদের মুখে হাসির ঝিলিক দেখা যায়। তারা জানান, শীতের শুরুতেই এই কম্বল তাদের জন্য বড় আশীর্বাদ। অন্যদিকে, হুইল চেয়ার প্রাপ্তরা জানান, এখন থেকে তাদের অন্যের ওপর নির্ভর করে চলতে হবে না।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম বলেন শীতের তীব্রতা আমাদের সবার জন্যই কিছুটা অসুবিধা তৈরি করলেও, সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের জন্য এটি আরও কষ্টকর হয়ে ওঠে। তাই সরকারের পক্ষ থেকে এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে আমরা চেষ্টা করি যেন কেউ শীতে অবহেলিত না থাকে, কেউ চলাফেরায় প্রতিবন্ধকতার কারণে জীবনের মৌলিক সুযোগ থেকে বঞ্চিত না হয়।আজ যারা কম্বল পাচ্ছেন আশা করি এটি আপনাদের শীতের কষ্ট কিছুটা লাঘব করবে। আর যারা হুইলচেয়ার পাচ্ছেন এটি আপনাদের চলাচল সহজ করবে, জীবনে স্বাবলম্বী হওয়ার নতুন মাত্রা যোগ করবে। প্রশাসন সবসময় চেষ্টা করে মানুষের সমস্যায় পাশে থাকতে। তবে শুধু প্রশাসন নয় সমাজের প্রতিটি সচেতন নাগরিক, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠন একসঙ্গে কাজ করলে মানবিক সহায়তা আরও বিস্তৃত করা সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, সরকার সব সময় অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে আছে। তীব্র শীত আসার আগেই আমরা চেষ্টা করছি প্রকৃত গরিব মানুষের হাতে শীতবস্ত্র পৌঁছে দিতে। একইসাথে, প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে সমাজের মূল স্রোতে মিশতে পারে এবং তাদের চলাফেরা সহজ হয়, সেজন্য আজকের এই হুইল চেয়ার বিতরণ। প্রশাসনের এই জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। 

এরপরে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্ত্বত্বে দুইটি পরিবেশ বন্ধু বৃক্ষের চারা রোপণ করেন। 








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত