বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
আটপাড়ায় জেলা প্রশাসকের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের মতবিনিময়
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৫ PM

নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান আটপাড়া উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তা, এবং উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান। সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমীন দৃষ্টি।

মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, আটপাড়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর এবং সদস্য আমির খসরু স্বপন।

বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা, প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। জেলা প্রশাসক উন্নয়নকাজে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার সহযোগিতা কামনা করে সবাইকে সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানান।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত