জামালপুরে পরিবেশবান্ধব পুষ্টি বাগান প্রদর্শনীকে কেন্দ্র করে চার দিনব্যাপী কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের বলিয়াদহ ও পার্থশী ইউনিয়নের মোজাআটা এবং মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা ও কুলিয়া ইউনিয়নের ২য় সাদিপাটি গ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
পরিবেশবান্ধব উপায়ে বসতবাড়িতে পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমে সারা বছর পারিবারিক পুষ্টি নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ লক্ষ্যে জেসমিন প্রকল্পের আওতায় ইসলামপুর ও মেলান্দহ উপজেলার নির্বাচিত উপকারভোগীদের পুষ্টি বাগান স্থাপনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।
জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ মাঠ দিবস অস্ট্রেলিয়ান সরকারের অর্থায়নে অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের আওতায় উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে বাস্তবায়ন করছে।
ইসলামপুর উপজেলার চারটি এবং মেলান্দহ উপজেলার ছয়টি পরিবেশবান্ধব পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমে এলাকাবাসীর মাঝে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়। চারটি মাঠ দিবসে চার শতাধিক উপকারভোগী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
মাঠ দিবস পরিচালনা করেন জেসমিন প্রকল্পের নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা। এ সময় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের পরিচালক (কর্মসূচি) মুর্শেদ ইকবাল, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জেসমিন প্রকল্পের ফাইন্যান্স ম্যানেজার জেমস হীরক অধিকারী, একাউন্টস এন্ড এডমিন অফিসার স্থিতি তনয়া দাওয়া, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, একাউন্টস এন্ড এডমিন অফিসার আনিসুর রহমান, মনিটরিং অফিসার জহুরুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আব্দুস সামাদ, আবিদ হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।