বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
ন্যায্য অধিকার দাবিতে
নেছারাবাদে পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কর্মবিরতি
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৪:৫২ PM

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আজ পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মকর্তা ও কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে অফিস চত্বরে পূর্ণ-দিবস কর্মবিরতি পালন করেছেন। সকাল থেকেই বিভিন্ন পদে কর্মরত কর্মচারীরা কার্যালয় প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে সমবেত হয়ে দাবি বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

উপজেলার পরিবার পরিকল্পনা দপ্তরের রাজস্বখাতভুক্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) ৫,৭১০ জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ৪,৫০০ জন এবং পরিবার কল্যাণ সহকারী (FWA) ২৩,৫০০ জনসহ সারাদেশে মোট ৩৩,৫১০ জন কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে নিয়োগবিধি না থাকায় পদোন্নতি, গ্রেড উন্নয়ন, শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণ ও অন্যান্য চাকুরিজনিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। রাজস্বখাতে অন্তর্ভুক্ত হওয়ার পরও সুবিধা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

কর্মসূচিতে বক্তারা বলেন, গত ২৬ বছর ধরে নিয়োগবিধি বাস্তবায়নের জন্য স্মারকলিপি প্রদান, সাংবাদিক সম্মেলন, আবেদনপত্র দাখিল এবং শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেও কোনো অগ্রগতি দেখতে পাননি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশনা, পরিপত্র ও সময়সীমা থাকা সত্ত্বেও নিয়োগবিধির খসড়া বছরের পর বছর অধিদপ্তর ও মন্ত্রণালয়ের মধ্যে কোয়েরির নামে ঘুরপাক খাচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক।

এদিকে, গত ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA) কেন্দ্রীয় অধিকার আদায় পরিষদের ব্যানারে সারাদেশের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একদিনব্যাপী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। হাজারো কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে অনুষ্ঠিত ওই কর্মসূচি ব্যাপক সাড়া ফেলে এবং বিভিন্ন জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়।

আজকের নেছারাবাদ কর্মসূচিতে বক্তারা আরও জানান, আগামী ১১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে নিয়োগবিধি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হলে তারা বাধ্য হয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তারা বলেন, দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।

কর্মচারীরা আশা প্রকাশ করেন, দ্রুত নিয়োগবিধি বাস্তবায়িত হলে তাদের দীর্ঘদিনের কর্মজীবনজনিত বৈষম্য দূর হবে এবং পরিবার পরিকল্পনা সেবার মান আরও এগিয়ে যাবে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত