শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫
রামগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৯ PM

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে শুক্রবার বিকেলে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

উপজেলা যুবদলের আহবায়ক মো: কবির হোসেন কাননের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়কখোরশেদ রাব্বানীর উপস্থাপনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অশ্রসিদ্ধ কন্ঠে দেশবাসীর কাছে রেবগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের মুখ্যপাত্র বিএলডিপির চেয়ারম্যান সাহাদাত হোসেন সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: মনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাসার সতু, তাওহীদ হোসেন মারুফ ভুইয়া, পৌর বিএনপির সভাপতি শেখ মো: কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব বাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছাত্তার মজুমদার, পৌর যুবদলের আহবায়ক জামাল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব মিজান ভুইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু, সাধারণ সম্পাদক মো: রাকিব হাসান প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামাদলের আহবায়ক নেয়ামত উল্যাহ। 

প্রধান অতিথির বক্তব্যে সাহাদাত হোসেন সেলিম বলেন, বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া জেল-জুলুমসহ নানা অত্যাচার নির্যাতনের পরেও দলের নেতা-কর্মীদের রেখে পালিয়ে যায়নি। যেই ফ্যাসিস্ট হাসিনা আমাদের নেত্রীকে কষ্ট দিয়েছে সেই হাসিনাকে পালিয়ে যেতে দেখেছে। আল্লাহর কাছে সবাই দুই হাত তুলে দোয়া করি সবাই। দেশনেত্রীকে আল্লাহপাক সুস্থ করে তুলুক। তিনি যেন ২০২৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহন করে দেশের সেবা করতে পারে।  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত