শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫
কেরানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৩ PM

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) উপজেলার রয়েল পাটি প্যালেস প্রাঙ্গণে এই বিশেষ দোয়ার আয়োজন করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল। দোয়ার অনুষ্ঠানে কেরানীগঞ্জ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরবর্তী দক্ষিণ কেরানীগঞ্জ থানা নেতাকর্মীদের  উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় অসুস্থ বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী, এতিম ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেন আয়োজকেরা।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও গণতন্ত্র উত্তরণে নির্বাচনে তার অংশগ্রহণের প্রয়োজনীয়তা জানিয়ে মহান আল্লাহর কাছে দ্রুত সুস্থতা প্রার্থনা করেন। 







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত