আবুধাবি দূতাবাস ও দুবাই কনস্যুলেটে বিজয় দিবস উদযাপন

    
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ ৮ মাঘ ১৪৩২
বুধবার ২১ জানুয়ারি ২০২৬
আবুধাবি দূতাবাস ও দুবাই কনস্যুলেটে বিজয় দিবস উদযাপন
নওশের আলম সুমন, আমিরাত প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ২:০২ PM আপডেট: ১৮.১২.২০২৫ ২:১০ PM (Visit: 403)

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।

সন্ধ্যায় দূতাবাসের অডিটোরিয়ামে কাউন্সিলর তৌহিদ ইমামের সঞ্চালনায় এবং রাষ্ট্রদূত তারেক আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এরপর মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অপরদিকে, একই দিন সকালে দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক আলোচনা সভা শুরু হয়। পরে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রবাসী বাংলাদেশিদের মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

শ্রম কাউন্সিলর আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ সমিতি শারজাহর সভাপতি এম এ বাশার, বাংলাদেশ সমিতি আজমানের সভাপতি এম এ কুদ্দুস, আরব আমিরাত বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, প্রকৌশলী মাহে আলম, মহিলা দলের সভাপতি স্বপ্না মনি, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী আল সাদিক, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, হারুনুর রশিদ, ফুজিরাহ বাংলাদেশ সমিতির সভাপতি মো. বেলালসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্বে কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমানের সঞ্চালনায় কনস্যুলেট পরিবারবর্গের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শেষপর্বে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান এবং তাঁর সহধর্মিণী তানিয়া জামান।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy