দুবাই কনস্যুলেটে প্রবাসীদের ভোটে উৎসাহিত করতে প্রচারণা সভা

    
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ ৮ মাঘ ১৪৩২
বুধবার ২১ জানুয়ারি ২০২৬
দুবাই কনস্যুলেটে প্রবাসীদের ভোটে উৎসাহিত করতে প্রচারণা সভা
আমিরাত প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ২:০৭ PM (Visit: 293)

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের ভোটদানে উৎসাহিত করতে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে অনুষ্ঠিত হয়েছে এক প্রচারণা সভা।

সোমবার (৮ ডিসেম্বর) দুবাই কনস্যুলেটের হলরুমে আয়োজিত এ সভায় প্রবাসী বাংলাদেশিদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কনস্যুলেটের প্রেস সচিব (প্রথম) মো. আরিফুর ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাস আবুধাবির রাষ্ট্রদূত তারেক আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।

প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন লেবার কাউন্সিলর আব্দুস সালাম। তিনি ধাপে ধাপে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।

কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান তার বক্তব্যে বলেন, “প্রবাসীদের ভোটাধিকার সুরক্ষা ও অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। সঠিক সময়ে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”

রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, “বিদেশে থাকা লাখো প্রবাসী দেশের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাদের ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আমরা চাই সবাই নিয়ম মেনে ভোটের সুযোগ গ্রহণ করুন।”

সভায় উপস্থিত প্রবাসীরা পোস্টাল ব্যালট, নিবন্ধন জটিলতা, কাগজপত্র, সময়সীমা ইত্যাদি বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং আয়োজকেরা সেগুলোর উত্তর দেন। বক্তারা প্রবাসীদের সচেতন ও সক্রিয়ভাবে ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান। এ-সংক্রান্ত যেকোনো তথ্য দূতাবাস ও কনস্যুলেটের ভেরিফাইড পেজে নিয়মিত আপডেট দেয়া হচ্ছে বলেও জানান তারা।

অনুষ্ঠানে দূতাবাস ও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ, বিমান ও জনতা ব্যাংকের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।


আরও সংবাদ   বিষয়:  দুবাই   প্রবাসী   ভোট  







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy