টানা ১৫ দিন ধরে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। কোথাও সূর্যের দেখা নেই, চারদিক কুয়াশাচ্ছন্ন অন্ধকারে ঢাকা। এমন অবস্থায় গভীর রাতে রতনপুর পৌর এলাকার বাসিন্দা তালেব খাকে ডাক দিলে তিনি প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন। উঁকি দিয়ে দেখেন—কোনো বিপদ কি না। পরে বাইরে এসে দেখেন, উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তার বাড়িতে উপস্থিত।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আবু সাঈদ এবং সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান তাকে জানান, শীত নিবারণের জন্য সরকারের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে। কম্বল পেয়ে আবেগাপ্লুত তালেব খা বলেন, “স্যার, আমাকে কম্বল দিয়েছেন—এতে খুব খুশি হয়েছি।”
এভাবেই শীতার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন উপজেলা প্রশাসন। কখনো এতিম, কখনো দিনমজুর, আবার কখনো ছিন্নমূল মানুষের কাছে ছুটে যাচ্ছেন তারা। ইউনিয়ন থেকে শুরু করে পৌরসভার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দিন-রাত একাকার করে সরকারের সহায়তা পৌঁছে দিচ্ছেন অসহায়দের হাতে।
পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালা বেগম কনকনে শীতে একটি কম্বল পেয়ে বলেন, “ইউএনও স্যার নিজে এসে কম্বল দেবেন—এটা ভাবিনি।”
রোববার (৪ জানুয়ারি) রাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আনন্দ টেলিভিশনের উত্তর টাঙ্গাইল প্রতিনিধি, দৈনিক সকালের সময়-এর ঘাটাইল প্রতিনিধি আবু মো. শোয়েব, নিউজ আলো২৪-এর নির্বাহী সম্পাদক মীর আলেয়া এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।
কম্বল বিতরণ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আবু সাঈদ বলেন, “এই কনকনে শীতে যারা প্রকৃতপক্ষে অসহায়, তাদের চিহ্নিত করে কম্বল দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”