শেরপুরের পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে শেরপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। সোমবার বিকেলে শেরপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
শেরপুর চেম্বার অব কমার্স এর ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী আবু হানিফ, প্রচার সম্পাদক ও শেরপুর জেলা টাইলস ও স্যানেটারী সমিতির সদস্য জাহিদুল খান সৌরভসহ বিভিন্ন ব্যবসায়ীরা।
এসময় আলহাজ্ব আরিফ হোসেন বলেন,শীতের কষ্ট সবাইকে একভাবে ভোগায় না। যারা বেশি অসহায়, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। কোনো মানুষ যেন শীতে কষ্ট না পায়, সেই চেষ্টাই করছি। নিজ নিজ অবস্থান থেকে আমরা অসহায় মানুষের পাশে সহযোগিতা করব।