চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়াল ঘরে দেওয়া সাঁজালের আগুনে পুড়ে গেছে গোয়ালসহ ৩ বসতঘর। এসময় গোয়ালঘরে থাকা ৩টি গরু দগ্ধ হয়ে মারা গেছে।
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন প্রায় দেড় ঘণ্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নরেশ মেম্বারের বাড়ির বাসু চৌধুরী, যিশু চৌধুরীর মাটির বসতঘর এবং কৃষ্ণ কিশোরের গোয়ালঘরসহ বসতঘর পুড়ে গেছে। গোয়ালঘরে থাকা ৩টি গরু দগ্ধ হয়ে মারা গেছে।
তিনি জানান, গোয়ালঘরে মশা তাড়াতে দেওয়া সাঁজাল থেকে আগুনে সূত্রপাত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ লাখ টাকা।